চারঘাটে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
চারঘাটে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চারঘাট উপজেলার এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চারঘাট উপজেলা ইউসুবপুর ইউনিয়নে নওদাপাড়া বিলে ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারের নেতৃত্বে প্রায় ১০ জন ছাত্রলীগ নেতারা কৃষকের জমির ধান কেটে মাথায় করে বাড়িতে পৌছে দিয়েছে। প্রায় এক বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতা কর্মীরা। ওই কৃষকের জমির ধান কেটে দেয়ার কারনে চড়ম উপকৃত হন বলে জানান চারঘাট উপজেলার ইউসুবপুর ইউনিয়নের নওদাপাড়া এলাকার কৃষক জালাল উদ্দিন।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড রোদে রাজশাহীর চারঘাট উপজেলার ছাত্রলীগের প্রায় ১০ জন নেতাকর্মীরা আমার মতো এক অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে কি যে উপকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই রোদে ধান কাটার শ্রমিক সংকট এক দিকে। আরেক দিকে শ্রমিকের দিগুন টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না ধান কাটার মানুষ।

আরো বলেন, অকৃত্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা চারঘাট-বাঘার ইতিহাসের শ্রেষ্ঠ অভিভাবক ও জননেতা আলহাজ্ব শহরিয়ার আলম এমপির আস্থাভাজন ও পরিশ্রমী ছাত্রনেতা, চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার এবং বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের।

এ বিষয় চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার জানান, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও চারঘাট-বাঘার ইতিহাসের শ্রেষ্ঠ অভিভাবক ও জননেতা আলহাজ্ব শহরিয়ার আলম এমপির দিন নির্দেশনায় আমরা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এমন মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে