পোরশায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩; সময়: ২:২৬ অপরাহ্ণ |
পোরশায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামুল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্পসারন দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগ সেক্রেটারী মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এবারে উপজেলার ১ হাজার ৯৩৫জন কৃষককে প্রত্যেকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে