রাজশাহীতে যুবমৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩; সময়: ৭:২৪ pm |
রাজশাহীতে যুবমৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অন্যতম বন্ধু সংগঠন বাংলাদেশ যুবমৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে শহরের সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে সংগঠনটির রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন যুবমৈত্রীর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবমৈত্রীর রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। মহানগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

আলোচনা সভা থেকে তরুণ-যুবকদের জন্য কর্মসংস্থান গড়ে তোলার দাবি জানিয়ে যুবমৈত্রীর নেতারা বলেন, রাজশাহীসহ সারা দেশে সরকারি-বেসরকারি সকল শূণ্য পদে সরাসরি নিয়োগ দিয়ে বেকারত্বের বোঝা থেকে তরুণ-যুবকদের মুক্তি দিতে হবে। তা নাহলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে।

এসময় মাদক, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে প্রতিহত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা ফজলে হোসেন বাদশার হাতকে শক্তিশালী করতে তরুণ-যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মহানগর যুবমৈত্রীর নেতারা।

আলোচনা সভায় মহানগর যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানাসহ সংগঠনটির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে