বড়াইগ্রামে কৃষকের তিন বিঘা জমির গম লুটের অভিযোগ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩; সময়: ৯:৪১ অপরাহ্ণ |
বড়াইগ্রামে কৃষকের তিন বিঘা জমির গম লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে তোফাজ্জল হোসেন (৫৪) নামে এক কৃষকের তিন বিঘা জমির গম লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার নগর ইউনিয়নের আটাই গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ওই কৃষক বাদি হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, আটাই বিলে তিন বিঘা জমিতে গমের চাষ করেছিলেন কৃষক তোফাজ্জল হোসেন। গম কাটা উপযুক্ত হয়েছে। হঠাৎ করেই বৃহস্পতিবার বিকেলে আটাই গ্রামের হেলাল সরকার (৪৮), মাসুদ সরকার (৫২), আব্দুল হাই (৬৫) আবুল কাশেমসহ (৬০) ২০ / ২৫জন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জমি থেকে হারভেস্টার মেশিন দিয়ে গম কেটে লুট করে নিয়ে যায়।

তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার সময় আমি পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেই। থানা থেকে জানানো হয় সব পুলিশ ব্যাস্ত এখন যেতে পারবে না।

অভিযুক্ত মাসুদ রানা সরকার বলেন, মামলায় রায় আমাদের পক্ষে হওয়ায় জমিতে গম কেটে নেওয়া হয়েছে। জোড় পুর্বক গম কাটা হয় নাই।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। আর পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশ না পাওয়ার বিষয়টি সঠিক নয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে