বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩; সময়: ৯:৩৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমের বটতলা-রামাগাড়ী আঞ্চলীক সড়কের কালভার্টের ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন উপজেলার ভবানীপুর ভাটোপারা গ্রামের সাগর আলীর ছেলে আব্দুল আলীম (৩৬) ও আনছার আলী ছেলে রুবেল হোসেন (৩৩)। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেলের দুই যাত্রীকে তল্লাশী করে ৬৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদন নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আলামতসহ থানায় হস্তান্তর করা হয়।