দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেশি দিন থাকবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩; সময়: ৪:৩২ অপরাহ্ণ |
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেশি দিন থাকবে না: শিক্ষামন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু এটা সাময়িক। বেশি দিন এ অবস্থা থাকবে না।

শুক্রবার চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অবাঙালি বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ যেখানে খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে দারিদ্র্যসীমা ১৪ ভাগে নেমে এসেছে। হতদরিদ্রের সংখ্যা নেমে এসেছে ৭ ভাগে। পৃথিবীর কোথাও এত দ্রুত দারিদ্র্য কমে না।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে