দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩; সময়: ২:৩২ অপরাহ্ণ |
দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে : শিক্ষামন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। এ নিয়ে সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের নতুন করে আবারও ক্ষমতায় দেখতে চায় না দেশবাসী।

দেশের মানুষ চায়, শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় ফিরে এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুক। এ সরকার মেয়াদের আগে এক দিনে ৫০০ বোমা নয়, এক দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ সেতু উদ্বোধন করেছেন। আওয়ামী লীগ সরকারই দেশ ও দেশের মানুষের উন্নয়ন করে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গ টেনে ডা. দীপু মনি বলেন, সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এজন্য সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, কর্মসংস্থানসহ তাদের প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে। চাঁদপুরে এ জনগোষ্ঠীর যারা বসবাস করছেন, সরকার সবসময় তাদের খোঁজখবর রাখছে।

অনুষ্ঠানে চাঁদপুরে বসবাসকারী পরিবারের সদস্য প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ২২২ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহছানউল্লাহ, চাঁদপুরে ত্রিপুরা জনগোষ্ঠীর সভাপতি কর্ণরাজ ত্রিপুরা।

এতে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ব্যতীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা প্রকল্প কর্মকর্তা তানভীর আহমেদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে