বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার উদ্বোধন আগামীকাল

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩; সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ |
বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার উদ্বোধন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় তৃতীয় বারের মতো শনিবার সকাল ১০ টায় উদ্বোধন করা হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর মাতা এবং পিতার নামে প্রতিষ্ঠিত সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী দিনে প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও যে সকল প্রতিযোগি অংশ নিতে চান তারাও রেজিস্ট্রেশন করেছে এতে অংশ গ্রহণের জন্য। ‘ক’ ও ‘খ’ দুই গ্রুপে অনুষ্ঠিত হবে এই কিরাত প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করবে ০৬-১৩ বছর বয়সের শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে ১৩-১৬ বছর বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি গ্রুপে ০৩ জন করে প্রতিযোগিতায় গ্রহণ করতে পারবে। ‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে সেরা ২০ জন করে মোট ৪০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এরই মধ্যে ফাউন্ডেশনের নির্দিষ্ট ছকে রেজিস্ট্রেশন করেছেন। আবেদনকৃত ওই সকল প্রতিযোগীদের নিয়ে ভবানীগঞ্জ নিউমার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা। এরই মধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রথম দিনে অংশ ‘ক’ ও খ’ গ্রুপের প্রতিযোগিতার প্রথম রাউন্ড। এরপর উভয় গ্রুপের নির্বাচিতদের নিয়ে পরবর্তী রাউন্ড এবং চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা-২০২৩।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে