নাটোরে বিএনপির ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের অভিযোগ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩; সময়: ১১:০৫ পূর্বাহ্ণ |
নাটোরে বিএনপির ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে দিকে শহরের উপশহর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া একই জায়গায় বিএনপি তাদের কর্মসুচী পালনেরও ঘোষনা দিয়েছে। এঘটনার প্রতিবাদ জানাতে আজ শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করার ঘোষনা দিয়েছে বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করে বলেন, ১ এপ্রিল বিএনপি’র কেন্দ্রিয় অবস্থান কর্মসূচি ও স্থানীয়ভাবে আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শহরের উপশহর মাঠে প্যান্ডেলসহ মঞ্চ নির্মাণ করা হয়েছিল। কিন্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে ১৫/১৬টি মোটর সাইকেল করে এসে মঞ্চ ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান সাংবাদিকদের জানান, বিএনপির মঞ্চ ভাংচুরের ঘটনাটি বিএনপির নিজেদের কাজ। বিএনপির তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপাচ্ছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এটি করেছে তা তারা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে