মুন্ডুমালায় তারাবী শেষে বাড়ি ফিরেই ঈমাম নিখোজ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
মুন্ডুমালায় তারাবী শেষে বাড়ি ফিরেই ঈমাম নিখোজ

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : বুধবার তারাবীর নামাজ পড়াই রাত ১০ বাড়ি এসেছেন। তার ১৫ মিনিট পরে তার মোঠো ফোনে কল আসলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। আধা ঘন্টা পরে তার মোঠো ফোন বন্ধ পাওয়া যাই এখন পর্যন্ত আর সে বাড়ি ফিরেনি।

এমন ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর উপজেলা মুন্ডুমালা পৌর এলাকার সাতপুকুর গ্রামে। নিখোজ ব্যাক্তির নাম তারেক আহম্মেদ (৩০) সে সাতপুরকুর গ্রামের এমরান আলীর পুত্র। নিখোজের ঘটনায় এক দিন পর বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী। জিডি নং ১২৯২।

পারিবাকি সূত্রে জানা যায়,তারেক আহম্মেদ গ্রামের মসজিদের তারাবীর নামাজের ঈমামতী করেন এবং জুম্মা নামাজ পড়ার পার্শবতী নাচোল উপজেলার হাফানিয়া-দোগাছা জামে মসজিদে। এছাড়াও গ্রামে একটি এস.সি.এস দারুস সুন্নাহ একাডেমি প্রধানের দায়িত্বে ছিলেন।

নিখোঁজ তারেকের পিতা এমরান আলী জানান, তার ছেলে রাতে নামাজ শেষে বাড়ি এসেছিল। তার শরীরের পাঙ্জাবী খুলে কেবল মাত্র বসেছে। এমন সময় ফোনে কথা বলতে গেঙ্জী পড়ে বাড়ির বাইরে বের হন। আর ফেরেনি। ফোন ও বন্ধ পাওয়া যাই। রাতে সব আত্মস্বজনদের বাড়ি খোজ নেওয়া হয়েছে কোথাও তাকে পাওয়া যাইনি। গোদাগাড়ী ও তানোর থানায় খোজ নেওয়া হয়েছে। ৯৯৯ কল করা হয়েছে। তারা কেউ বলতে পারেনি।

অবশেষে তার সন্ধান পেতে বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী।

তানোর থানা অফিসাস ইনর্চ্জা ওসি কামরুজ্জামান মিয়া জানান,ঈমাম তারেক আহম্মেদ নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে