পোরশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩; সময়: ১:১৪ pm |
পোরশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার অনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন, ইউএনও সালমা আক্তার।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দীন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক।

স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেন সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারি শিক্ষক, অভিভাবক, ম্যানোজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে