নওগাঁয় পথচারীদের মাঝে ইফতারি বিতরণ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩; সময়: ৯:৫০ pm |
নওগাঁয় পথচারীদের মাঝে ইফতারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার দয়ালের মোড়ে পথচারী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারি বিতরণ করেন নওগাঁ সদর – ৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ সময় এম পি জানান- রমযানে অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন যারা জীবিকার তাগিদে পরিবারের প্রিয় মানুষদের সাথে এক সাথে বসে ইফতার করতে পারেন না। এ ছাড়া উপায় থাকলেও তারা পছন্দের ইফতার সামগ্রী কিনে তা পরিবারের সাথে বসে ইফতার করা হয়ে উঠে না।

তাই এমন কিছু মানুষদের মাঝে কিছু ইফতার ভালোবাসা উপহার তুলে দিতে এমন কার্যক্রম। এছাড়াও অনেক মা বোনরা আছেন যাদের পরিবারের কর্তারা তাদের অবহেলার চোখে দেখেন তাদের জন্য এই ইফতার উপহার।

ইফতারি বিতরনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ লাল সহ জেলা উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে