নন্দীগ্রামে টিসিবির পণ্য বিক্রি শুরু
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩; সময়: ৯:৩৬ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল।
রমজান উপলক্ষ্যে ইউনিয়নের মোট ৮৩০ জনের কাছে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হবে। প্রতিটি প্যাকেজ ৪৭০ টাকা মুল্য নির্ধারণ করা হয়েছে। প্যাকেজে দুই কেজি ডাল, এক কেজি ছোলাবুট ও দুই লিটার সয়াবিন তেল রয়েছে।