চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং দমনে সক্রিয় পুলিশ, গ্রেপ্তার ১

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং দমনে সক্রিয় পুলিশ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ফেসবুকে হা হা রিয়াক্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক উপাদানাবলী ধারা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ মার্চ রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলায় ঘটনাটি ঘটে।

পরে ২৭ মার্চ রাতে মামলার ১ নং আসামি চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মুন্নার ছেলে জিহাদ (১৮) ওরফে মুন্সি ওরফে সজিবকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। বাকী পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন, গোয়েন্দা শাখার এসআই আসগর আলী।

জানা গেছে, গত রোববার রাত ১০ টার দিকে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনার সময় পুলিশ আসলে ২০-২৫ জনের একটি দুষ্কৃতকারী দল দিক্বিদিক দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এছাড়াও হাসপাতালের সামনে মহানন্দা নদীর পাড়ে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় আরও ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে ডিবি পুলিশ অনুসন্ধানে নেমে মসজিদ পাড়া বড় মসজিদের সামনে থেকে গ্রেপ্তারকৃত আসামি জিহাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জিহাদ এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও ককটেল মজুদ থেকে শুরু করে কে কে এর সাথে জড়িত ছিলো সকলের নাম জানায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্রিয় রয়েছে। কিশোর অপরাধীদের ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। প্রয়োজনে তাদের নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত তৎপরতা চালাতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে