মহাদেবপুরে সংখ্যালঘু পল্লীতে হামলার অভিযোগ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩; সময়: ৩:৫৫ অপরাহ্ণ |
মহাদেবপুরে সংখ্যালঘু পল্লীতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে দিনে দুপুরে দেশীয় অস্ত্রসহ সংখ্যালঘু পল্লীতে হামলা চালিয়ে গৃহবধুকে মারপিট ও বসতবাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মহিলার স্বামী বাবু রাম কিসকু বাদী হয়ে ৭ জনের নামে থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুপুরে চকগোপী গ্রামের মৃত সাত্তারের ছেলে চঞ্চল হোসেন, মৃত লবা হোসেনের ছেলে ফারুক হোসেন, আকতার আলীর ছেলে মারুফ হোসেন, সাইদুল ইসলামের ছেলে নান্নু, রাজ্জাক আলীর ছেলে ইমরান হোসেন, ভালাইন গ্রামের অরুনের ছেলে রাব্বি, বামনসাতা গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মোয়াজ্জিম হোসেন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুর্গাপুর গ্রামের সংখ্যালঘু পল্লীতে হামলা চালায়। এ সময় তারা বাবু রাম কিসকুর স্ত্রী কল্পনা রানীকে বেদম মারপিট করে।

পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দেশীয় অস্ত্র হাঁসুয়াসহ বিভিন্ন অস্ত্র দেখাইয়া ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কল্পনা রাণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে