পোরশায় উপজেলা সমন্বয় সভা
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩; সময়: ২:২১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
অপরদিকে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও আইন শৃংখলা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।