র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু তদন্তে কমিটি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩; সময়: ২:০৭ অপরাহ্ণ |
র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু তদন্তে কমিটি

পদ্মাটাইমস ডেস্ক : নওগাঁয় র‍্যাবের জিম্মায় সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে র‍্যাব সদর দফতর।

এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, বাহিনীর কোনো সদস্যের এ ঘটনায় অবহেলার প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন। তার দাবি, সুলতানা জেসমিনের বিরুদ্ধে এক যুগ্মসচিব এনামুল হকের ফেসবুক আইডি হ্যাকের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।

র‍্যাব মুখপাত্র জানান, গত ১৯ ও ২০ মার্চ এনামুল হকের আইডি ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেয়া হয়। তখন এনামুল হক জানতে পারেন, আল আমীন ও জেসমিন নামের দু’জন তার ফেসবুক হ্যাকের সাথে জড়িত।

পরে সুলতানা জেসমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হ্যাকিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন। র‍্যাবের দাবি, সুলতানার মোবাইল থেকে এনামুল হকের ফেসবুক আইডি খোলা পাওয়া যায়।

জেসমিনকে নিয়ে একটি কম্পিউটারের দোকান থেকে প্রতারণার তথ্য প্রিন্ট করা হয় বলেও জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে। এ ঘটনার পর তাকে আটক করে র‍্যাব।

এ সময় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। তখন মামলার দিকে না গিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেয় র‍্যাব। তবে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে