ঈশ্বরদীতে সাংবাদিকদের সম্মানে রসাটমের ইফতার মাহফিল

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে সাংবাদিকদের সম্মানে রসাটমের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) : মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল হয়েছে।

রোববার উপজেলা সদরের পারমাণবিক তথ্য কেন্দ্রে মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরএনপিপি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক গোলাম শাহিনুর ইসলাম।

আয়োজনে সহযোগিতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রসাটম)।

ইফতারের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। পাশাপাশি, স্বাধীনতাযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিতহয়।

এর আগে তথ্যকেন্দ্রের ব্যবস্থাপক আশিক হায়দার ২০২২-২৩ সালে গৃহীত বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন এবং কর্মসূচীতে অংশগ্রহণকারী ও তথ্যকেন্দ্র পরিদর্শনকারীদের ওপর একটি পরিসংখ্যান উপস্থাপন করেন।

প্রসঙ্গত: ঈশ্বরদী পৌরসভা ভবনে অবস্থিত পারমাণবিক তথ্যকেন্দ্রটি ২০২০ সালের ৩০ নভেম্বর তাঁর কার্যক্রম শুরু করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়ার জন্য কেন্দ্রটি রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকে।

এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস, জাতির পিতার জন্মদিন ও বাংলা নববর্ষ উদযাপন; বিজ্ঞান ও প্রযুক্তি প্রসার এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যসামগ্রী বিতরণ করে থাকে তথ্য কেন্দ্রটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে