বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ৪:৪১ অপরাহ্ণ |
বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলবে না চলবে না, এক দেশে দুই নীতি মানবো না মানবো না, জাতীয়করণ করতে হবে , আমাদের দাবী মানতে হবে এই স্লোগাকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন করেছে এমপিও ভুক্ত বেসরকারী স্কুল ,কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমিতি বদলগাছী শাখা।

সোমবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় ১ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো শহিদুল ইসলাম।

উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন বদলগাছী লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হক, দাউদপুর মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আওয়াল, সহকারী শিক্ষক মো শরিফুল ইসলাম, গাবনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভাতসাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, গোড়শাহী জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মো মেহেদী হাসান, মাহবুবর রহমান বাবু ও প্রভাষক নজরুল ইসলাম প্রমূখ।

বক্তরা বলেন, আমাদের যে বেতন তাতে দিন চারশো টাকা পরে, অথচ একজন দিন মুজুর দিনে ৫০০ টাকা আয় করেন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। একই দেশে এতো পার্থক্য মেনে নেওয়া সম্ভব নয়। যদি সরকার দ্রুত আমাদের দাবি মেনে না নেন তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন এর নিকট একটি স্বারকলিপি প্রদান করেন বদলগাছী বেসরকারী কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষক সমিতি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে