সিরাজগঞ্জে পলাতক জঙ্গি সদস্যকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ২:৪৪ pm |
সিরাজগঞ্জে পলাতক জঙ্গি সদস্যকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের তালিকাভুক্ত সক্রিয় পলাতক সদস্য ও সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার (রাসেল) এর ছোট ভাই আবু জায়িদ ওরফে রেজাউল করিম সোহেলকে আটকের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রবিবার বিকেলে মালতীনগর বাজারে এ কর্মসুচি পালিত হয়।

এতে ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টারের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুল করিম ভোলা, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান বাচ্ছু, সাধারন সম্পাদক রিপন হাসান, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সম্প্রতি জঙ্গি সংগঠন হিজবুত-তাহরীরের পলাতক ৬ জঙ্গির ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর সহযোগীতা কামনা করে পুলিশের এন্টিট্রেররিজম ইউনিট। এদের তালিকায় প্রথমে রয়েছে চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই আবু জায়িদ ওরফে সোহেলের নাম। যখন তার ছবি গনমাধ্যমে প্রকাশ করা হয়, তখন সে সলঙ্গায় ভাইয়ের বাড়িতে আশ্রয়ে ছিল।

২২, ২৩ ও ২৪ মার্চ বিকেল পর্যন্ত বাজারে ঘোরাফেরা কালে অনেকেই তাকে দেখেছে। জঙ্গি জায়িদকে নিয়ে সংবাদ ফেসবুকে এলাকায় ছড়িয়ে গেলে যখন র‌্যাব-পুলিশ আটকে অভিযান চালাবে ঠিক তখন চেয়ারম্যান মিজানুর রহমান তার ভাইকে পালিয়ে যেতে সাহায্য করেছে।

এজন্য জঙ্গি ভাইয়ের সহায়তাকারী হিসেবে মিজানুর রহমানকে আটক করলে তার পলাতক ভাইয়ের সন্ধান পাওয়া যাবে। আমরা সলঙ্গাকে জঙ্গি মুক্ত রাখতে দ্রুত এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ দাবী করছি। আধা ঘন্টা ব্যাপী এ কর্মসুচিতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার জনসাধারণ মানুষ অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে