ওয়ারীতে আগুনের ঘটনায় শিশুসহ দগ্ধ ৭ জন হাসপাতালে

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ১২:৫৩ অপরাহ্ণ |
ওয়ারীতে আগুনের ঘটনায় শিশুসহ দগ্ধ ৭ জন হাসপাতালে

পদ্মাটাইমস ডেস্ক :  রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির সুইপার কলোনির আগুনের ঘটনায় নারী শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দগ্ধরা হলেন রাজু বসাক (৩৬), কান্তা রানী (৬০), গীতারানী দে (৬৫), আফজাল (৫২), কৃষ্ণ (৭) শান্তি রানী (২৭) লক্ষ্মণ (৩)।

দগ্ধ রাজুর ভাতিজা শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কী থেকে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, রাজু বসাকের ১০ শতাংশ, কান্তারানীর ১০ শতাংশ, গীতারানী দের ১ শতাংশ, আফজালের ১০ শতাংশ, কৃষ্ণের ৭ শতাংশ, শান্তি রানীর ১০ শতাংশ ও লক্ষ্মণের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি জানান, এর মধ্যে কৃষ্ণ, শান্তি রানী এবং লক্ষ্মণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে