এবার জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ১২:২৯ অপরাহ্ণ |
এবার জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

পদ্মাটাইমস ডেস্ক : আবারও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (২৭ মার্চ) সকালে দেশটি তার পূর্ব উপকূল থেকে সাগরে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এর দুইদিন আগে অবশ্য পারমাণবিক ক্ষমতাসম্পন্ন নতুন একটি অ্যাটাক ড্রোন পরীক্ষা করেছিল পূর্ব এশিয়ার এই দেশটি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে ওইসব প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া সোমবার সকালে তার পূর্ব উপকূল থেকে সাগরে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার সকাল ৭টা ৪৭ মিনিটে উত্তর কোরিয়ার নর্থ হোয়াংহাই প্রদেশ থেকে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেগুলো প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) আকাশে ওড়ে।

এদিকে উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘনকারী গুরুতর উস্কানি হিসেবে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

একইসঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ‘কঠোর নিন্দা’ জানানোর পাশাপাশি এবং এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি।

জাপান সরকারের মতে, নিক্ষেপ করা ওই দু’টি ক্ষেপণাস্ত্রই জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে হচ্ছে।

অবশ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই ধরনের সামরিক মহড়াকে উত্তর কোরিয়া তাদের ওপর আক্রমণের মহড়া হিসাবে দেখে থাকে। এ কারণে নিজেদের সামরিক শক্তি আরও আধুনিকরণের ঘোষণাও দিয়েছে পিয়ংইয়ং।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে