বার্মিজ চাকুসহ টিকটকার আটক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ |
বার্মিজ চাকুসহ টিকটকার আটক

পদ্মাটাইমস ডেস্ক : বার্মিজ চাকু নিয়ে নানা অঙ্গ-ভঙ্গি করে টিকটক ভিডিও তৈরির মাধ্যমে এলাকার লোকজনকে ভয়ভীতি দেখানোয় দুই কিশোরকে আটক করেছে যশোর কোতয়ালি থানার পুলিশ।

শনিবার (২৫ মার্চ) বিকেলে শহরের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল ও চাঁদপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আটক টিকটকার অনিক (১৯) শহরের শংকরপুর হারানের মোড়ের নুর ইসলামের ছেলে ও তার সহযোগী আলামিন (১৮) শহরতলির সুলতানপুর গ্রামের নুর আমিনের ছেলে।

কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, আটক অনিক শংকরপুর কলাবাগান ভাঙ্গড়ি পট্টিতে বার্মিজ চাকু নিয়ে নানা অঙ্গ-ভঙ্গি করে ভিডিও তৈরির মাধ্যমে ওই এলাকার লোকজনকে ভয়ভীতি দেখায়। আবার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পোস্ট করে। অনিককে বার্মিজ চাকু জব্দসহ আটক করা হয়েছে।

এদিকে, চাঁদপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সুলতানপুর এলাকায় বার্মিজ চাকু দিয়ে ভিডিও করার সময় স্থানীয়রা আলামিন নামে আরেক যুবককে আটক করে। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আলামিনকে হেফাজতে নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে