সংসদ সদস্যের সামনেই আ.লীগ নেতার ওপর হামলা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ |
সংসদ সদস্যের সামনেই আ.লীগ নেতার ওপর হামলা

পদ্মাটাইমস ডেস্ক : বরিশালের উজিরপুরে সংসদ সদস্যের সামনেই আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়েছে আরেক পক্ষ। এতে গুরুতর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সরদার।

আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য মো. শাহে আলম ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল কুচকাওয়াজের মাঠে না গিয়ে উপজেলা পরিষদের সভাকক্ষের সামনে তাদের অনুসারীদের নিয়ে বসে ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সরদার সেখানে সংসদ সদস্যের সঙ্গে সালাম বিনিময় করতে যান। তখন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল তাকে কটূক্তিমূলক নানা কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে ইকবালের অনুসারীরা সংসদ সদস্যের উপস্থিতিতেই ইদ্রিসের ওপর হামলা চালায়।

আহত ইদ্রিস সরদার বলেন, ‘উপজেলা সভাকক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সংসদ সদস্য মো. শাহে আলম ভাইকে সালাম বিনিময় করি। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আমাকে আবুল হাসানাত আব্দুল্লাহর দালাল বলে কটূক্তি করে। উত্তরে আমি তাকে বলি সবকিছু আপনারাই শিক্ষা দিয়েছেন। এ নিয়ে আমাকে গালাগাল শুরু করেন।

একপর্যায়ে তার বাহিনী বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ তালুকদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিয়াজ কাজী ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য রুবেলসহ ১০-১২ জন আমার ওপর হামলা চালায়। এতে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ফেটে রক্তাক্ত জখম হয়।’

এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল বলেন, ‘ইদ্রিসের সাথে আমার হাস্যরসপূর্ণ কৌতুক হয়েছে, পরে মারামারির বিষয়টি আমি দেখিনি।’

তবে এ বিষয়ে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে