৩ দিন অফিসে না এলেই কর্মীদের ছাঁটাইয়ে হুমকি দিলো অ্যাপল

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩; সময়: ১১:০৫ পূর্বাহ্ণ |
খবর > চাকরি
৩ দিন অফিসে না এলেই কর্মীদের ছাঁটাইয়ে হুমকি দিলো অ্যাপল

পদ্মাটাইমস ডেস্ক : যেসব কর্মী অন্তত তিনদিন অফিসে আসবেন না, তাদের ছাঁটাইয়ের হুমকি দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম নিউজের ম্যানেজিং এডিটর জো শিফারের বরাত দিয়ে এনডিটিভি এ সংবাদ প্রকাশ করে।

এতে বলা হয়, অ্যাপল বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হার নির্ণয় করছে। এবং যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিফার এক টুইট বার্তায় জানায়, যদি অ্যাপল কর্মীরা সপ্তাহে কমপক্ষে তিনদিন অফিস করতে ব্যর্থ হয়, তবে তাদের চাকরিচ্যূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি প্রতিষ্ঠানের সামগ্রিক পলিসি নাও হতে পারে।

এদিকে গত বছরের মার্চে অ্যাপল তার কর্মীদের অফিসে ফেরার আহ্বান জানায়। তখন অবশ্য সপ্তাহে একদিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি।

মূলত অ্যাপল করোনামহামীর মধ্যে ওয়ার্ক ফ্রম হোমে পাঠায় কর্মীদের। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে আসার আহ্বান জানানো হয়। তখন অ্যাপলের সিইও টিম হুক এক মেমোতে বলেছিলেন, ‘ আমি জানি অনেকের জন্যই দিনটি বহুল প্রত্যাশিত। আমরা আবারও অফিসে কাজ শুরু করতে যাচ্ছি। যা ইতিবাচক দিকগুলোর একটি।

একই সঙ্গে তিনি আরও বলেন, আমি এও জানি, কারও কারও জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তবে সেসব কর্মীদের জানাতে চাই, প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।

এরপরেই প্রতিষ্ঠানটি সপ্তাহে অন্তত তিনদিন অফিসে কাজ করার নীতি চালু করে। যদিও তখন ১২শর বেশি কর্মী এক পিটিশনে সাক্ষর করে বলেছিলেন, তারা বাসাতেই ভালো কাজ করছিলো।

তবে অনেকেই এই তিনদিনও অফিসে না আসার ফলে প্রতিষ্ঠানটি আরও কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে