বাঘায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩; সময়: ৯:২০ অপরাহ্ণ |
বাঘায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাঘা : ভাব গাম্ভীর্যের সাথে রাজশাহীর বাঘায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে (২৬ মার্চ) সকাল ৬টা ১৫ মিনিটে ৩১ বার তোপোধ্বনীর মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল সাড়ে ৬ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধাসরকারি, স্বায়িত্ব/ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সুবিধামতো সময়ে জাতীয় পতাকা ও বিভিন্ন পতাকা দ্বারা প্রধান সড়ক সজ্জিতকরণ, কুচকাওয়াজ , মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, পুরুস্কার,বিতরন ও সন্ধ্যায় সরকারি ভবন সমূহ/স্থাপনায় আলোকসজ্জার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ করা হয়। উপজেলা প্রশাসন সহ উপজেলা আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে ।

উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর পক্ষে নির্বাহি অফিসার ও দলীয় নের্তৃবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান,উপজেলা নির্বাহি অফিসার, মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা কমিটির আশরাফুল ইসলাম বাবুলসহ দলীয় নের্তৃবৃন্দ, বাঘা থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ও ওসি (তদন্ত) আব্দুল করিম, বাঘা পৌর সভার পক্ষে মেয়র আক্কাছ আলীসহ কাউন্সিলর বৃন্দ, আড়ানী পৌরসভার পক্ষে মেয়র মুক্তার আলীসহ কাউন্সিলরবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান সহ কর্মকর্তা-কর্মচারি, পৌর আওযামীলীগ, বাঘা প্রেস ক্লাব, যুবলীগ. ছাত্রলীগসহ আ’লীগের অঙ্গ সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসসহ পেশাজীবি সংগঠন। পুষ্পস্তবক অর্পণশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। কুচকাওয়াজ দলের অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার,অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম। সকাল সাড়ে ৮টায় পুলিশ,আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,রোভার স্কাউটস,গার্লস গাইড সদস্যদের সমাবেশ,কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন।

সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আগে শারীরিক কসরত প্রদর্শনকারিদের পুরুস্কার বিতরন করা হয়। নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু,সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস সরকার, রিজিয়া আজিজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানি পৌর মেয়র মুক্তার আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রবিউল ইসলামসহ জনপ্রতিনিধি, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, অধ্যক্ষ নছিম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর,কামাল হোসেনসহ দলীয় নের্তৃবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীরা ও সাংবাদিকসহ উপজেলা পরিষদের দপ্তর প্রধান ও আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ।

শাহদৌলা সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকসহ শিক্ষক মন্ডলী। উপস্থিত ছিলেন ড. জান্নাতুল ফেলদৌস রিতা, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক সুখী পান্ডে, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আহম্মেদ বেলাল, প্রভাষক আব্দুল হানিফ, প্রভাষক আবু রাসেল, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, গ্রন্থাগারিক আনোয়ার হোসেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মচারি বৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে