দৌলতপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩; সময়: ৯:০৬ অপরাহ্ণ |
দৌলতপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রসাসন, উপজেলা পরিষদ উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তেলন, সালাম গ্রহণ এবং শিক্ষার্থীদের শারিরিক কসরত প্রদর্শণ করা হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, আব্দুস সোবহান, আবু আফফান, এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা-দৌলতপুর সার্কেল মো. আসিফ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৬ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার গোয়ালগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে