গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে রাজশাহী জেলা কৃষক লীগের সমাবেশ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩; সময়: ১০:৪৫ pm |
গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে রাজশাহী জেলা কৃষক লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চকে গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান ও আন্তর্জাতিক আদালতে পাকিস্তানিদের বিচারের দাবিতে ‘বাংলাদেশ কৃষক লীগ’ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোপালপুরে সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বাংলাদেশ কৃষক লীগ’ রাজশাহী জেলা শাখার আয়োজনে গোদাগাড়ীর গোপালপুরে সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলার সভাপতি ও হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সাবেক সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নিরেন খালকো, সদস্য আব্দুল মান্নান, মোহনপুর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পারিলা ইউনিয়ন কৃষক লীগ সিনিয়র সহ-সভাপতি সুজন কবিরসহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে