ভারতের হিন্দুরা আমাকে অনেক ভালোবাসে : জাকির নায়েক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩; সময়: ২:৪২ অপরাহ্ণ |
ভারতের হিন্দুরা আমাকে অনেক ভালোবাসে : জাকির নায়েক

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্ব বরেণ্য ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েক বর্তমানে মধ্যপ্রাচ্যের ওমানে রয়েছেন। দেশটিতে কোরআন সম্পর্কিত দু’টি অনুষ্ঠানে কথা বলার জন্য এসেছেন তিনি।

বৃহস্পতিবার প্রথম অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন এ ভারতীয় নাগরিক। ওই সময় ভারতীয় হিন্দুদের নিয়ে কথা বলেছেন তিনি। তিনি দাবি করেছেন, ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন।

এ ব্যাপারে জাকির নায়েক বলেছেন, ‘সমস্যা হলো ভারতের বেশিরভাগ হিন্দু আমাকে ভালোবাসে। তারা আমাকে এত ভালোবাসে যে এটি তাদের ভোট ব্যাংকে সমস্যা তৈরি করছিল। ভারতে যখন আমি কথা বলি তখন ৫ কোটি ১০ কোটি মানুষ উপস্থিত হন, বিশেষ করে বিহার এবং কৃষাণগঞ্জে, সেখানকার ২০ শতাংশ মানুষই থাকত অন্য ধর্মের।’

তিনি আরও বলেছেন, ‘যখন তারা আমার সঙ্গে কথা বলে তারা বলে জাকির ভাই গত ২ ঘণ্টার লেকচারে আমরা যা জেনেছি, আমাদের ধর্মের ৪০ ঘণ্টার লেকচারেও তা জানিনি।’

জাকির নায়েককে ফেরানোর চেষ্টা

২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকেই জাকির নায়েককে ফিরিয়ে আনার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশটি।

ওমানে জাকির নায়েকের আসবেন এমন খবর শোনার পর ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করে ভারত। তবে এতে সাড়া পায়নি দেশটি। উল্টো জাকির নায়েককে ওমানে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি ওমানে এসেছেনও দেশটির সরকারের আমন্ত্রণে। সূত্র-ইন্ডিয়া টুডে

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে