নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩; সময়: ২:৩৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ভয়াল কালোরাত্রি ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বজলুর রশীদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহ আসাদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা তথ্য প্রযুক্তি অফিসার রাসেল রানা, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোজাম্মেল হক, বিআরডিবি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, সুভাষ কান্ত সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিগণ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে