মিরপুর থানায় মহিলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩; সময়: ৯:০১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
মিরপুর থানায় মহিলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীতে মহিলা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল মিরপুর মডেল থানার মিরপুর-১০ নং গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন, মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং রিতু (২৪)।

তাদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশেপাশে থাকেন। মনিকা ও রিতু কোন পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।

মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোন নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোন স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছো মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোন অজুহাতে তার সাথে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান।গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিএমপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, ছিনতাইকারী মহিলারা কোলে বাচ্ছা নিয়ে অভিনব কায়দায় সাহায্যের কথা বলে সুযোগ বুজে আপনার হাতে থাকা দামী স্মার্ট ফোন টি নিয়ে পালিয়ে যায় ।তাই আপনারা নিজেদের গাড়ির গ্লাস খোলার আগে বুজে শুনে খুলবেন এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে