পোরশায় মোটরসাইকেল চুরি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩; সময়: ৪:১৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা থেকে একটি ডিস্কভার-১২৫সিসি একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার জুমার নামাজের সময় পোরশা বড় মসজিদের পুর্বদিকের গেটের কাছ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
মোটরসাইকেলের মালিক ওবাইদুল্লাহ্ জানান, প্রতিদিনের মত মোটরসাইকেলটি মসজিদের গেটের পাশে দাঁতের চিকিৎসা কেন্দ্রের সামনে রেখে তিনি নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেন।
মসজিদ থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চুরি হওয়া মোটরসাইকেলটির নম্বর নওগাঁ-হ- ১৬-২২৬২।