রমজানের প্রথম জুমায় মসজিদে উপচেপড়া ভিড়

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩; সময়: ৩:৫৯ pm |
রমজানের প্রথম জুমায় মসজিদে উপচেপড়া ভিড়

পদ্মাটাইমস ডেস্ক : অন্য মাসের তুলনায় পবিত্র রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদে জনসমাগম বৃদ্ধি পায়। আর জুমার নামাজে সেই জনসমাগম রূপ নেয় উপচেপড়া ভিড়ে। শুক্রবার প্রথম রোজায় রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে জুমার নামাজে অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি দেখা গেছে। অনেক জায়গায় মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় মুসল্লিদের বাইরেও নামাজ পড়তে দেখা গেছে।

প্রখর রোদ উপেক্ষা করেই রাজধানী অন্যতম বড় জুমার জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে। নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা নিজের এবং দেশের মানুষের কল্যাণ কামনা করেন।

বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

শুধু বায়তুল মোকাররম নয়, রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদে-মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে