গুরুদাসপুরে ৫ হাজার ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতারণ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:৫৪ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ৫ হাজার ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতারণ

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরের খরিপ – ১ মৌসুমে উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ও পাটবীজ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার ( ২৩ মার্চ) গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন,নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, রোকসানা আকতার লিপি, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান,কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরের খরিপ -১ মৌসুমে উফশী আউশ ও পাট ফসলের আবাদ ও উতপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পুরুষ ও মহিলা ৫ হাজার ৩০০ কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ ও পাটবীজ ও সার বিতরন করা হচ্ছে।

এর মধ্যে আউশ প্রনোদনার আওতাভূক্ত ৪ হাজার জন কৃষককে প্রত্যেককে এক বিঘা পরিমান জমির জন্য ৫ কেজি উফশী আউস ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার এবং ১ হাজার ৩০০ কৃষককে ১ বিঘা পরিমান জমির জন্য ১ কেজি করে পাট বীজ বিতিরিন করা হচ্ছে।তিনি আরো জানান,গত খরিপ-১ মৌসুমে ১ হাজার ৮০০ জন কৃষককে প্রনোদনার আউশ বীজ ও সার দেওয়া হয়েছল।

গত বছরের চেয়ে এবারে ২ হাজার ২০০ কৃষক বেশী। এবারে প্রাথমিক অবস্থায় ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। পরবর্তীতে বাড়তে পারে। গত ২০২১-২২ অর্থবছরে ৪ হাজার ১০০ হেক্টর এবং ২০২০-২১ অর্থবছরে ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। বাজারে পাটের উচ্চ দাম পাওয়ায় এবং প্রনোদনা পাওয়ায় কৃষকরা পাট চাষে আগ্রহী হচ্ছে। আশা করা যাচ্ছে এবারে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী পাট এবং আউশ ধানের আবাদ হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে