দুর্গাপুরে ঋনের দায়ে এক ব্যাক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:৪১ অপরাহ্ণ |
দুর্গাপুরে ঋনের দায়ে এক ব্যাক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া টাকা ও বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রেন্টু মোল্লা (৪২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাঁর নিজ স্বয়ন ঘর থেকে গোলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রেন্টু মোল্লা উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের ফয়েজ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, রেন্টু মোল্লা শ্যামপুর পানের আড়তে দিন মজুরের কাজ করতো। সে বিভিন্ন সুদ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের টাকা উঠায় সে। একদিকে সুদ ব্যবসায়ীদের চাপ অন্যদিকে এনজিওর কিস্তির টাকার চাপ সামলাতে না পেরে নিজ শয়ন ঘরে স্ত্রীর ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রেন্টু। বাড়ির লোকজন বুঝতে পেরে প্রতিবেশীদের খবর দেয়। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, বৃহস্পতিবার তাঁর ৫ হাজার টাকার একটা কিস্তি ছিল। বিভিন্ন জায়গায় টাকার জন্য দৌড়াদৌড়ি করেও কিস্তির টাকা জোগাড় করতে না পারায় রেন্টু মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এ কারনে বাড়ির লোকজনের অগোচরে ঘরে ঢুকে গলায় ফাঁস দেয় রেন্টু।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে রেন্টুর অনেক ঋণ ছিল। তার বাড়ি থেকে বিভিন্ন এনজিও’র ১৮টি পাশ বই পাওয়া গেছে। বৃহস্পতিবার তার কিস্তির টাকা পরিশোধের দিন ছিল। তার স্ত্রীও বাড়িতেই ছিলেন। তবে রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে