শিবগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় মতবিনিময় সভা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:৩১ pm |
শিবগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য স্থিতিশীল রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বণিক সমিতি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান প্রমূখ।

সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য স্থিতিশীল রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে