সম্মেলন শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রওনক আরাকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:২২ অপরাহ্ণ |
সম্মেলন শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রওনক আরাকে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক : তিন সম্মেলন শেষে দেশে ফিরেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রওনক আরা। ভারতের সামাজিক বিজ্ঞান, কলা ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক তিনটি সম্মেলন শেষে দেশে ফিরেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক রওনক আরা পারভীন। গত ১৩ মার্চ থেকে ১৫ মার্চ ভারতের ৩টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে করে গত ১৮ মার্চ তিনি দেশে ফেরেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক রওনক আরা পারভীন বলেন, ‘বেশ কয়েকবারের অভিজ্ঞতা দেখে আয়োজকরা আমাকে আমন্ত্রণপত্র পাঠায়। এই সম্মেলনে বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষকরাও অংশ গ্রহণ করেন। সেখানে আমাকে তিনটি সম্মেলনের প্রধান গবেষণা প্রবন্ধ আলোচক এবং প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়।

তিনি আরও বলেন, তামিলনাড়ুর ভেলোরের সি আব্দুল হাকিম কলেজে ২ দিন ব্যাপি নারী উন্নয়ন বিষয়ক সম্মেলন, থুতকুড়ি কামরাজ কলেজে ১ দিনব্যাপি কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও চর্চা বিষয়ক সম্মেলন এবং সেন্ট ম্যারিস কলেজে সামাজিক বিজ্ঞান বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সব সম্মেলনে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর থিরুভাল্লুভার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. টি আরুমুগাম, মননমণ্যম সুন্দরনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জি. আন্নাদুরাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সম্মেলন শেষে শিক্ষক রওনক আরা পারভীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে