রাসিকের ওয়ার্ড পর্যায়ে আদায় ক্যাম্পে বকেয়া পৌরকরে ১৫% সারচার্জ মওকুফ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:১৬ অপরাহ্ণ |
রাসিকের ওয়ার্ড পর্যায়ে আদায় ক্যাম্পে বকেয়া পৌরকরে ১৫% সারচার্জ মওকুফ

নিজস্ব প্রতিবেদক : বকেয়া পৌরকরের উপর সীমিত সময়ের জন্য ১৫% সারচার্জ মওকুফের সুবিধা প্রদান করছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত নগরবাসীকে জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প স্থাপন করা হয়েছে। উক্ত ক্যাম্পে বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ এবং হাল পাওনার উপর বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর আদায় করা হচ্ছে।

সম্মানিত ব্যবসায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানে ক্যাম্প করে লাইসেন্স নতুন ও নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পে ট্রেড লাইসেন্স এর নবায়নের উপর সারচার্জ সীমিত সময়ের জন্য মওকুফ করা হয়েছে। উক্ত ক্যাম্প আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে। আদায় ক্যাম্পে ট্রেড লাইসেন্স নবায়ন ও পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ এবং হাল পাওনার উপর বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর প্রদানের সুবিধা গ্রহণ করতে নগরবাসীকে অনুরোধ জানানো হলো।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে