ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে শিশু সুরক্ষা নিশ্চিত ও বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:১২ অপরাহ্ণ |
ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে শিশু সুরক্ষা নিশ্চিত ও বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে উন্নয়ন কাজে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক গবেষণা কাজের শিখন উপস্থাপনা এবং শিশু সুরক্ষা নিশ্চিত ও বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি’র আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে কর্মশালায় বক্তব্য রাখেন, রাজশাহী ক্যাথলিক ডায়োসিস এর বিশপ জের্ভাস রোজারিও, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের সহকারী পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম, পুরোহিত শ্রী রতন মুখার্জি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি’র প্রোগ্রাম অফিসার পলাশ হিউবাট বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ডেভিড বাস্কে, রতন কুমার ভৌতিক, সুজন গ্রেগরী, মাসুদ রানা, জুনিয়র প্রোগ্রাম অফিসার গ্রেস রোজী হালদারসহ বিভিন্ন ধর্মের ৭৫ জন ধর্মীয় নেতৃবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি’র কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে পারিবারিক ভাবেও যেন শিশুরা নির্যাতিত না হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখাসহ শিশুদের নৈতিক শিক্ষার উপর শিক্ষা দেওয়ার তাগিদ দিয়েছেন। সেই সাথে বাল্যবিবাহের ক্ষেত্রে প্রতিটি ধর্মীয় নেতৃবৃন্দকে তাদের সভায় সচেতনতামুলক আলোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। শেষে ধর্মীয় নেতৃবৃন্দ আগামী ছয়মাসে শিশু সুরক্ষা নিশ্চিত ও বাল্য বিয়ে প্রতিরোধে কর্ম-পরিকল্পনা প্রনয়ন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে