মান্দায় পানির নালা পরিষ্কার করা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৩

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:০৭ অপরাহ্ণ |
মান্দায় পানির নালা পরিষ্কার করা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৩

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পানি নিষ্কাশনের নালায় জমি থাকা ময়লা পরিষ্কার করা নিয়ে সংঘর্ষে তিন নারীসহ উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই হলের মোড় এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, রাশেদুল ইসলাম সাগর (২৬), আলাউদ্দিন প্রামাণিক (৪৫), মাসুদ রানা (১৮), মৃণাল প্রামাণিক (২০), মাছুমা বিবি (৪৫), নুরুল ইসলাম (৫৫), শিল্পী বিবি (৫৫), মাহমুদা খাতুন (৩০) ও চঞ্চল হোসেন (১৮)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন রহিমা বিবি (৪০), উজ্জল হোসেন (২৫), মিজানুর রহমান (৩৫) ও মধু (১৭)।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, ‘জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশি সাদ্দাম হোসেন গংদের সঙ্গে বিরোধ চলছিল। মাঝে মধ্যেই বিভিন্ন অজুহাতে প্রতিপক্ষরা আমার বসতভিটা দখলের চেষ্টা করে। আজ বৃহস্পতিবার বিকেলে আমার বসতবাড়ির পানি নিষ্কাশনের ড্রেনে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলাম। এসময় প্রতিপক্ষ উজ্জল হোসেন, সাদ্দাম হোসেনসহ ৬-৭জন সংঘবদ্ধ হয়ে বাধা প্রদান করেন।

আহত নুরুল ইসলাম আরও বলেন, এনিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে আমার পরিবারের লোকজনের ওপর হামলা করে। এতে আমিসহ আমার পরিবারের সাতজন আহত হন। প্রতিপক্ষরা এসময় আমার ল্যাট্রিনও ভাঙচুর করে।

প্রতিপক্ষ উজ্জল হোসেন বলেন,প্রতিপক্ষের নুরুল ইসলাম ড্রেন দিয়ে আমাদের জমিতে বাড়ির পানি নামানোর চেষ্টা করে। এনিয়ে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষরা জবরদখল করে আমাদের বেশকিছু গাছও কেটে নিয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে