নাটোরে ২৫ মার্চে গণহত্যা দিবসের আলোচনা সভা
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৭:৩৫ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রাইমারি টিচার ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর আয়োজনে অনুষ্ঠানে অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপলু।
পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এম এইচ এম রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সহকারি সুপার কাউছার আলী, বিজ্ঞান বিভাগের ইন্সটেক্টর সাদিক হাসান, পরীক্ষন বিদ্যালয়ের শিক্ষক শিরিন শারমিন প্রমুখ।
এছাড়া পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের সোনামনিরা দেশাত্মবোধক গান, ছড়া ও কবিতা আবৃতি করে। সভা শেষে দোয়া পরিচালনা করেন, সহকারি সুপার কাউছার আলী।