রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রশাসনের মনিটরিং টিম

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রশাসনের মনিটরিং টিম
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জে বাজারে পেঁয়াজ, বেগুন, ডালসহ অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পেলেও চিনি, ছোলা, ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল রয়েছে।
গত সপ্তাহের মূল্যেই এ সপ্তাহে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হলেও এ সপ্তাহে ৩০ টাকা দরে, গত সপ্তাহে বেগুন ৬০টাকা বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা।
মসুর ডাল কেজি প্রতি ৩০ টাকা বেড়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ টাকা। খোলা চিনি ১১২, ছোলা ১৮৫, সয়াবিন তেল বিক্রী হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে।
বেড়েছে লেয়ার মুরগী ও মাছের দাম। এদিকে রমজানের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বাজার মনিটরিং টিম পরিদর্শনে বের হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম টি বড় বাজার, কাচা বাজার, ফলের বাজার পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন দোকোনে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়ায় অর্থদন্ড দেওয়া হয়। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা আমদানী কম থাকার কথা জানান, আর ক্রেতারা রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের মনিটরিং টিমের জোর দাবী জানান।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে