কিয়েভে স্কুলে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ১:১২ অপরাহ্ণ |
কিয়েভে স্কুলে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি কারিগরি বিদ্যালয়ে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার ইউক্রেনের জাতীয় জরুরি সেবা সংস্থা এক টেলিগ্রাম পোস্টে এ হামলার কথা জানায়।

রাতের আঁধারে রুশবাহিনী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, রুশ ড্রোন হামলার পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। আরো অন্তত চারজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

এদিকে কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে রুশ ড্রোন হামলার এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা তিন। আহত হয়েছেন আরো অন্তত সাতজন। তবে হতাহতদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, হামলায় দুটি ছাত্র আবাসনের দুটি তলা এবং একটি বিল্ডিং ‘আংশিকভাবে ধ্বংস’ হয়েছে যা পড়াশোনার জন্য ব্যবহৃত হত।

বিভিন্ন সময় বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ মানুষদেরও লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়া, অভিযোগ জানিয়েছে ইউক্রেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে