লফসের আয়োজনে শিশু অধিকার বিষয়ক সভা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩; সময়: ১০:৫০ অপরাহ্ণ |
লফসের আয়োজনে শিশু অধিকার বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক : লফস এর আয়োজনে বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার বিষয়ক পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার বিষয়ক ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনের ওপর অংশীজনদের সাথে পরামর্শসভা ২২ মার্চ ২০২৩ এসকেফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম, উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনজুর কাদের, শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী। শিশু অধিকার বিষয়ক ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদন উপস্থাপন করেন মোসাম্মৎ সাফিয়া সামি, সমন্বয়কারী, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহানাজ পারভীন, নির্বাহী পরিচালক, লফস। খসড়া প্রতিবেদনে ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ, আন্তজার্তিক শিশু অধিকার সংক্রান্ত মানদন্ডের সাথে সামঞ্জস্যতা, আইন, আইনি উদ্যোগ, অন্যান্য কাঠামোগত বিষয়, শিশুদের বিরদ্ধে সহিংসতা, জন্ম নিবন্ধন, বাল্যবিবাহ, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, শিশু শ্রম এবং জুভেনাইন জাস্টিস বিষয়ে উপর উদ্বেগ ও সুপারিশ সূমহ তুলে ধরা হয়।

পাশাপাশি অংশ গ্রহণকারীদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ ও মতামত গ্রহন করা হয়। শিশু অধিকার বিষয়ক সভায় সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠানে প্রায় ৪০জন অংশ গ্রহন করে। একইদিন বিকালে বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার বিষয়ক ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনের ওপর শিশুদের সাথে পরামর্শসভা একই স্থানে অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আজিজুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, রাজশাহী সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন লফস এর প্রোগ্রাম অফিসার মোঃ মেহেদি হাসান। অন্যানর মধ্যে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে