গুরুদাসপুরে ৫০৬ পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩; সময়: ৬:৫৬ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ৫০৬ পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও ঘর পেলেন ৫০৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বমোট ৫০৬টি পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য রেখে সাতটি জেলাসহ ১৫৯টি উপজেলায় ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করে শুভ উদ্বোধন করেন।

এসময় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, গুরুদাসপুর থানার ওসি  আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিক, আওয়ামী লীগের সকল অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে