সুজানগরে ভূমিহীন ও গৃহহীনরা পেলেন ফলের চারা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩; সময়: ৬:২০ অপরাহ্ণ |
সুজানগরে ভূমিহীন ও গৃহহীনরা পেলেন ফলের চারা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন করে সুজানগরে মাথা গোঁজার ঠাঁই পাওয়া অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় সুজানগরেও গৃহহীন ও ভূমিহীনদের জমি ও গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সুজানগর উপজেলার অসহায় ভূমিহীন ও গৃহহীন ৯৩টি পরিবারের মাঝে গৃহ ও জমির দলিলাদি হস্তান্তরের পাশাপাশি ফলের চারা বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গৃহহীন ও ভূমিহীনদেও মাঝে এ ফলের চারা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা, মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে