রাজশাহীর উপশহর মহিলা কলেজে নবীন বরণ
প্রকাশিত: মার্চ ২২, ২০২৩; সময়: ৩:৫৯ pm |
খবর > রাজশাহী
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজশাহীর উপশহর মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী শিক্ষাবোর্ড সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক প্রফেসর শাহাব উদ্দিন আহমেদ, উপশহর মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. মজিবুল হক বকু।
উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন।