ভর্তি বাতিল হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৫৪ শিক্ষার্থীর

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩; সময়: ১:০৭ pm |
ভর্তি বাতিল হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৫৪ শিক্ষার্থীর

পদ্মাটাইমস ডেস্ক :  ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ৯৫৪ জন এখনও দ্বৈত-ভর্তি হিসেবে রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে সেটি বাতিল না করে এসব শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আবারও অন্য কোর্সে নতুনভাবে ভর্তি হয়েছেন। ফলে আগামী ২৮ মার্চের মধ্যে এসব শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) ভর্তি বাতিল করতে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে এখনও ভর্তি রয়েছে, সে সকল দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো। এই তালিকা অনুযায়ী তাদের শেষবারের মতো আগামী ২৮ তারিখের মধ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল/স্নাতক (পাস) ভর্তি বাতিলের সুযোগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, তালিকায় প্রকাশিত দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী এই তারিখের মধ্যে ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করবেন না, তাদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। তবে তাদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বৈত ভর্তির তালিকায় প্রকাশিত কোনো শিক্ষার্থী যদি দাবি করে যে, সে তার পূর্বের ভর্তি ইতোমধ্যে বাতিল করেছে এবং ২৮ তারিখ পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা ভর্তি বাতিল করবে তারা ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি ফরমসহ বাতিলের প্রমাণাদি (ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশিট ফেরত দেওয়ার অনুমতি পত্রের কপি ও রেজিস্ট্রেশন কার্ড) সংশ্লিষ্ট দফতরে ৩০ মার্চের মধ্যে প্রেরণ করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে