চারঘাটে জাপার নিমপাড়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩; সময়: ১০:১০ pm |
চারঘাটে জাপার নিমপাড়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা জাতীয় পার্টির নিমপাড়া ইউনিয়নের আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে চারটায় নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাপা চারঘাট শাখার সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চনালনায় সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমপাড়া ইউনিয়নের আকবর আলী আসকান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি (দূর্গাপুর-পুঠিয়া) অধ্যাপক আবুল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব সামসুদ্দিন রিন্টু সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার জাপা আহ্ববায়ক রফিকুল আলম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আজিবর রহমান, যুব সংহতির জেলা সম্পাদক আব্দুল হাদি। এছাড়া আরো উপস্থিত ছিলেন চারঘাট পৌর জাপার এমারুল, চারঘাট ইউনিয়ন জাপার ওহিদুল ইসলাম,শলুয়া ইউনিয়ন মনিরুজ্জামান, ভায়ালক্ষীপুর ইউনিয়নের মাহাবুব রশিদ, জালাল বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

সম্মেলনে সবশেষে জাপার নিমপাড়া ইউনিয়নের আকবর আলী আসকান-কে সভাপতি ও ইনছার আলী ভুট্টু-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে