রমজানের আগে নওগাঁয় কমেছে চাউলের দাম

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩; সময়: ৯:৪৩ pm |
রমজানের আগে নওগাঁয় কমেছে চাউলের দাম

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় কমেছে চাউলের দাম। সামনে রমজান মাসকে সামনে রেখে নওগাঁর ক্ষুদ্র ও পাইকারী চাউল বাজারে মোটা, চিকন সহ প্রকারভেদে সব ধরনের চাউলের দাম কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। মঙলবার (২১ মার্চ) দুপুরে পৌর ক্ষুদ্র ও পাইকারী চাউল বাজারের ব্যবসায়ীরা জানান প্রকারভেদে সব ধরনের চাউলের দাম কেজি প্রতি ৩-৫ টাকা পর্যন্ত কমেছে।

পৌর চাউল বাজেরর ব্যবসায়ী তাপস মন্ডল জানান- মোটা স্বর্না-৫ বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজিতে যা এক মাস আগেও ৫৫-৫৬ টাকা কেজিতে বিক্রি হতো। আর চিকন জিরাশাইল ৬৫-৬৮, কাটারী ৭০-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বস্তা প্রতি ১৫০-২০০ টাকা কমেছে তাই চাউলের দাম কমে যাওয়ায় খুচরা পর্যায়ের চাউলের দাম কমেছে বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে রমযানে পোলাও চালের চাহিদা বেশি থাকলেও কমে নি এর দাম। বিক্রি হচ্ছে আগের দামে। খোলা বাজারে পোলাও চাল বিক্রি হচ্ছে প্রকারভেদে ১১০-১৩০ টাকা কেজিতে। আর প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। খোলা বাজেরের ব্যবসায়ীরা প্যাকেট জাত চাল বিক্রি বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে পুর্বের থেকে কেজি প্রতি ৫-৬ টাকা কম পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মনে। পৌরসভার মৃধা পাড়া এলাকার মোঃ হাফিজ জানিয়েছেন- তিন মাস আগে যে চাউলের বাজার উর্ধ্বমুখী ছিলো সেটা বর্তমানে নাই। বর্তমানে চাউলের দাম স্বাভাবিক আছে। তবে তাদের মত দিন মজুরদের কাছে এই দামে চাউল কিনে খাওয়াও কষ্টস্বাধ্য। আরও কম হলে তদের জীবন যাপন সহজ হতো।

অপরদিকে সদর উপজেলার তিলকপুর এলাকার বিজলী বেগম জানান- দৈনিক ৫০০ টাকা সংসার খরচে সকলের চাহিদা মেটাতে চাউলের পেছনেই বেশি টাকা খরচ হয়। তবে গত কয়েকদিনের তুলনায় বাজারে সব ধরনের চাউলের দাম একটু কম। রমযানের আগের চাউলের পাশাপাশি সরকারের প্রতি নিত্য প্রয়োজনীয় সকল পন্যের দাম সহনশীল করার দাবি জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
topউপরে